29358

12/12/2025 নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, অভিনন্দন বিসিবির

নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, অভিনন্দন বিসিবির

রাজ টাইমস ডেস্ক

১২ ডিসেম্বর ২০২৫ ০৯:০৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগের পর সরকার তাদের অধীনে থাকা মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নতুন গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

নতুন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিনন্দন জানিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানায়।

বিসিবি মনে করে, খেলাধুলার প্রতি ড. আসিফ নজরুলের দীর্ঘদিনের আগ্রহ ও অভিজ্ঞতার কারণে তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল জানান, ড. আসিফ নজরুলের সাফল্য কামনা করেন এবং তার পরিচালনা দক্ষতা ও খেলাধুলার প্রতি ভালোবাসার কারণে তারা বিশ্বাস করেন তিনি ভালো কাজ করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা আশা করেন ড. আসিফ নজরুল তাদের পাশে থাকবেন।

আগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করার পর ড. আসিফ নজরুল এই দায়িত্ব নিলেন। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও উপদেষ্টা ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]