12/12/2025 আওয়ামী লীগ নেতা মামার অবৈধ দখলকৃত সম্পত্তির পাহারাদার এখন ভাগ্নে
অনলাইন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৫
রাজশাহী নগরীর সপুরা ছয়ঘাটি মহল্লার ০.০৩৭৮ একর জমি (টিনশেড বাড়ি) দলীয় প্রভাব খাটিয়ে ২০১৬ সাল থেকে অবৈধ দখল করে রেখেছিলেন শাহমাখদুম থানা আওয়ামী লীগের পলাতক নেতা এবং জুলাই গনঅভ্যুত্থানের শহীদ সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলার আসামী মহিদুল ইসলাম মোস্তফা। দুর্ধর্ষ সাবেক ছাত্রলীগের ক্যাডার মোস্তফা ৫ আগষ্টের পর পালিয়ে গেলেও তার দখলকৃত জমি এখনো উদ্ধার করতে পারেন নি জমির প্রকৃত মালিক মনিরুজ্জামান।
মোস্তফার ভাগ্নে জুয়েল একই জমির পাশের ২ কাঠার মালিক তার মাধ্যমে ওই জমি দখলে রেখেছেন তিনি । গত কয়েকদিন আগে জমির প্রকৃত মালিক মনিরুজ্জামান (ক্রয়সূত্রে) মৌজা-পবা জেএল নম্বর সাবেক-১১০,হাল-৮১ খতিয়ান এস,এ-১৯১ আর,এস-২১৪/১ হোল্ডিং-২২৩ জমিতে গেলে জুয়েল তার সন্ত্রাসীবাহিনী নিয়ে মনিরুজ্জামানের ওপর হামলা চালায়। মনিরুজ্জামান ২০১৫ সালে ২৭ লক্ষ টাকায় বেলায়েত হোসেন, মহিউদ্দিন, আশরাফুলের কাছ থেকে ক্রয় করেন।
এ ব্যাপারে,জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জমিটি তার তবে জুয়েল তার দাবি করা জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি। জুয়েলের কাছে কয়েকবার চাইলেও তিনি দেখাতে রাজি হননি এমনকি সরেজমিনে ঘটনাস্থলে গেলেও তিনি কোন কাগজপত্র দেখাননি।
ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, ২০১৬ জামায়াতের অর্থদাতা হিসেবে মামলা দিয়ে আমার জমি দখলে নেন আওয়ামী লীগ নেতা মোস্তফা। এখন মোস্তাফা পালিয়ে গেলেও জমির উপর নির্মিত টিনশেডের বাড়ি থেকে ভাড়া তুলে মোস্তফাকে পাঠান তার ভাগ্নে জুয়েল। তিনিও এখন আমার জমি দখল করে রেখেছেন।