12/14/2025 উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের ২ জনকে কুপিয়ে জখম
রাজ টাইমস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৬
রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার পর উত্তরা ৮ নম্বর সেক্টরের রেললাইনের পাশে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, আহতরা শনিবার সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুজন হামলার শিকার হন।
উত্তরা পূর্ব থানার ওসি মোরশেদ আলম ইত্তেফাক ডিজিটালকে বলেন, স্থানীয় কিছু ছেলেদের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আহতদের আমরা হাসপাতালে ভর্তি করিয়েছি। এখনো পর্যন্ত মামলা হয়নি, তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।