29419

12/19/2025 পুঠিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়া প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৭

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজশাহীর পুঠিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে (৩২) গেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পুঠিয়া পৌরসভার কাঁঠালবাড়িয়া এলাকার আবুল কালামের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টর দিকে উপজেলার কাঁঠালবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এরই ধারাবাহিকতায় পুঠিয়া উপজেলা জুড়ে অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলমকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]