29422

12/19/2025 হাদি হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

হাদি হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবি প্রতিনিধি:

১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২০

শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। পরে ক্যাম্পাসের মূল সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে রাকসু'র জিএস সালাউদ্দিন আম্মার বলেন, " ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিস্টদের যমদূত হিসাবে আমরা যাকে চিনি এসেছি, আমাদের শহিদ শরীফ ওসমান হাদি ভাইকে যেভাবে ভারতের পরিকল্পনায় ও আওয়ামী ফ্যাসিস্টদের পরিকল্পনারা সমন্বয়ে হত্যাযজ্ঞ করে তোলার যে আয়োজন ছিলো তারা তা সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছে। আমরা শুধু এটা বলতে চায়, আমাদের মধ্য থেকে একজন ইয়াহওয়া সিনওয়ার বিদায় নিলো, তার পরবর্তী উত্তরসূরী কিন্তু হাজার হজার ওসমান হাদী এখনো বাংলাদেশের ঘরে ঘরে তেরি হয়ে আছে এবং আগামীতেও তৈরি হবে ইনশাআল্লাহ।

সালাউদ্দিন আম্মার আরো বলেন, আমরা একটা জিনিস খুব স্পষ্ট ভাবে বলে দিতে চায়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দল লড়াই করবে আমরা তাদের বন্ধু আর ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে যারা বিভিন্ন টকশো, বক্তৃতায় সিনেমায় ও বিভিন্ন জায়গায় জায়গায় তাদের পক্ষে নমনীয়তা প্রদর্শন করবে আমরা তাদেরকে জুতা খুলে মুখে মারবো, ইনশাআল্লাহ। তাদের প্রতি ন্যুনতম নমনীয়তা দেখানোর সুযোগ নাই।

এসময় রাকসু'র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, এই বাংলাদেশে যেভাবে হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, এই হত্যা হত্যা নয়, এই হত্যা বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]