29433

12/21/2025 শহীদ হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

শহীদ হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর ২০২৫ ১৮:০১

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার বিকেল চারটার দিকে রাজশাহী কলেজ মাঠে জানাজা নামায অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন রাজশাহী মহানগরীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমীন। গায়েবানা জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষ অংশ গ্রহন করেন। জানাজার পূর্বে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির। তিনি বলেন, জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ভারতীয় আধিপত্য বিরেধী বজ্রকন্ঠ শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করে এই যুদ্ধ থামানো যাবে না। লাখো হাদি তৈরি হবে এ দেশ থেকে আধিপত্যবাদের মূলৎপাটনের জন্য।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]