29435

12/21/2025 নগরীতে শহীদ হাদীর স্মরণে দোআ মাহফিল

নগরীতে শহীদ হাদীর স্মরণে দোআ মাহফিল

পবা প্রতিনিধি:

২০ ডিসেম্বর ২০২৫ ২২:২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী রাজপাড়া থানার উদ্যোগে জুলাই বিপ্লবের অন্যতম সমম্বয়ক শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে- শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ৩৬ জুলাই চত্তর সিএন্ডবি মোড়ে রাজপাড়া থানা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুরুল ইসলাম মনি'র সভাপতিত্বে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজপাড়া থানা ভারপ্রাপ্ত সেক্রেটারি বাবর আলী লিটনের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী ২ (সদর) আসনে জমায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ডাঃ মো জাহাঙ্গীর, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি মোঃ ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ শাহাদাত হোসাইন, মহানগরী সাংগঠনিক সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন সরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনঃ ইসলামী ছাত্রশিবির রাজপাড়া থানা সভাপতি মোহাম্মদ আব্দুল বাসির, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সভাপতি মোঃ আব্দুল আহাদ, রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসান, রাজপাড়া থানা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল্লাহিল কাফি, রাজপাড়া থানার ৮নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ কামরুজ্জামান রাকিব প্রমূখ।

স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন হাফেজ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তাগণ বলেনঃ শহীদ শরীফ ওসমান হাদী ছিলেন- ভারতীয় গোলামদের বিরুদ্ধে প্রতিবাদি কণ্ঠস্বর। আধিপত্যবাদের প্রতিবাদ করায় তাঁকে ফ্যাসিস্টের দোসররা নির্মমভাবে মাথায় গুলি করে হত্যা করেছে। তারা ভারতীয় গোলামদের এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও খুনিদের ইন্ধনদাতাদের খুঁজে বের করে এ দেশের মানুষের সামনে তাদের মুখোশ উন্মোচন করতে হবে।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া'র আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন- জমায়াতে ইসলামী রাজপাড়া থানার নায়েবে আমির মাওলানা আজমল হক খান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]