29442

12/21/2025 তানোরের আলোচিত সাজিদ পরিবারের পাশে জামায়াত

তানোরের আলোচিত সাজিদ পরিবারের পাশে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২৫ ১৮:১৫

৬০ ফিট গর্তে পড়ে নিহত সাজিদের পিতা-মাতার পাশে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতের ইসলামের নায়েব আমীর অধ্যাপক মুজিবুর রহমান। এসময় তিনি পরিবারের খোঁজ খবর নিয়ে শান্তনা প্রদান করেন। 
 
আজ রোববার সকাল ৯টার সময় সাজিদের পিতা মাতার বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে কয়েল হাটে যান। তিনি নিহত শিশুর পিতা মাতার সাথে দেখা করে তাদের শারীরিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন পরামর্শ দেন। এসময় বলেন, সবাইকে এই দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে। তাই আল্লাহ তায়ালা প্রতি বিশ্বাস রাখতে হবে এবং কোরআনে আইন অনুযায়ী জীবন যাপন করতে হবে। তিনি নিজ তহবিল থেকে মূত সাজিদ এর পিতা মাতাকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। একই সাথে পরিবারের প্রতি খোঁজ খবর রাখবেন বলে জানান।
 
এসমই উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের ইসলামের তানোর উপজেলার আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন ও সেক্রেটারি ডি এম আক্কাস আলী। পাঁচন্দর ইউনিয়নর জামাতের আমীর মোঃ জুয়েল রানাসহ মাওলানা মোঃ সৈয়দ হাফজ আলী, মাওলানা মোঃ কাজী মিজানুর রহমান, মাওলানা মোঃ আমিনুল ইসলাম আমীর মুন্ডুমালা পৌরসভা।
উল্লেখ্য, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কয়েল হাটের ২ বছরের শিশু সাজিদ গত ১১ ডিসেম্বর মায়ের সাথে বেড়াতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপ গর্তে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ৩২ ঘন্টা অভিযান চালিয়ে ৬০ ফিট গর্তের নিচ থেকে সাজিদ কে উদ্ধার করে। এসময় তানোর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা সাজিদ কে মূত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]