12/30/2025 ‘মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন বেগম জিয়া’
রাজ টাইমস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬
রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে জমায়াতের আমির।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মিট আওয়ার লিডার প্রোগ্রামে অংশ নিয়ে এ মন্তব্য করেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যে ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করতে চাই তিনিও তাই চেয়েছিলেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহতায়ালা তার প্রতি রহম করুন, আল্লাহতায়ালা তাকে ক্ষমা করুন, তাকে জান্নাতের একজন অতিথি হিসেবে কবুল করুন। তার পরিবারের সদস্যবৃন্দসহ তার প্রিয়জনদের আল্লাহতায়ালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।’
অনুষ্ঠানে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান বিন হাদির খুনিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
তিনি জানান, তার দল বিশ্বাস করে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আজকের তরুণদের ভূমিকাই সবচেয়ে উল্লেখযোগ্য। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন বয়সী শতাধিক তরুণ ও কিশোর অংশ নেয়।