29530

12/31/2025 আহত সাংবাদিকের পাশে আবুল কালাম আজাদ

আহত সাংবাদিকের পাশে আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিউজ ২৪ টেলিভিশনের সাবেক ভিডিও সাংবাদিক রঞ্জু আহমেদ রকিকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ।

বুধবার (৩১ ডিসেম্বর) তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন সাংবাদিক রঞ্জু আহমেদ রকির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি আহত সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর নিজ বাসা থেকে রাজশাহী শহরে প্রবেশের সময় রাজশাহী–নওগাঁ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন সাংবাদিক রঞ্জু আহমেদ রকি। দুর্ঘটনায় তার পায়ের একাধিক স্থানে ভাঙাসহ গুরুতর জখম হয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]