296

04/29/2025 ইসলামী ব্যাংকের শিবগঞ্জ শাখা লকডাউন

ইসলামী ব্যাংকের শিবগঞ্জ শাখা লকডাউন

রাজটাইমস ডেস্ক

২৯ জুলাই ২০২০ ২১:০২

কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাস উপসর্গ দেখা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইসলামী ব্যাংক শাখা আগামী ৩১ জুলাই থেকে ১১ আগষ্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

ব্যাংক শাখার ম্যানেজার মোঃ আবদুল মতিন বুধবার লিখিত পত্রে এ সিদ্ধান্ত জানান।

কর্মকর্তা ও কর্মচারীদের ভাইরাসের উপর্সগ দেখায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ন উল্লেখ করে তিনি লিখিত পত্রে আরো জানান, বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রনিত স্বাস্থ্যবিধি সুপারিশ মালার আলোকে শিবগঞ্জ শাখা স্বাস্থ্যবিধি মেনেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু বর্তমানে অত্র শাখার কয়েক জন কর্মকর্তা এবং কর্মচারীর করোনা আক্রান্ত হওয়ায় অত্র শাখাটি লকডাউন করতে হচ্ছে।

সাবধানতা অবলম্বনে প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে ব্যাংকের শিবগঞ্জ শাখা আগামী ৩১ জুলাই থেকে ১১ আগষ্ট পর্যন্ত ব্যাংকিং সকল কার্যক্রম বন্ধ (লকডাউন) ঘোষনা করেছে।

খবর-সিল্কসিটি

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]