29614

01/12/2026 মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে কিশোরীর মৃত্যু

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে কিশোরীর মৃত্যু

রাজ টাইমস ডেস্ক

১১ জানুয়ারী ২০২৬ ১৩:০৬

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে হোয়াইক্যংয়ের তেচ্ছি ব্রিজ এলাকায় এক কিশোরী নিহত হয়েছে। এর আগে আরও একজন আহত হয়েছিলেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত কিশোরীর নাম মাহিয়া সুলতানা আফরান (৮), সে হোয়াইক্যং তেচ্ছি ব্রীজ এলাকার জসিম উদ্দিনের কন্যা। এই ঘটনায় স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং সকাল ১০টা থেকে সংবাদটি লেখা পর্যন্ত কক্সবাজার-টেকনাফ হাইওয়ে অবরোধ করে রেখেছেন। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

সকালে সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং কক্সবাজারের চার আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শাহ জাহান চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। তিনি সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানান এবং বেড়িবাঁধের দিকে না যাওয়ার জন্য সতর্ক করেন। নিহত শিশুর পিতা জসিম উদ্দিনকে তিনি বুকে জড়িয়ে শান্তনা দেওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। তবে ঘটনার বিস্তারিত তিনি এখনো জানাতে পারেননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]