29617

01/12/2026 প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ডিপিই ঘেরাও

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ডিপিই ঘেরাও

রাজ টাইমস ডেস্ক

১১ জানুয়ারী ২০২৬ ১৪:৩৮

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তুলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) ঘেরাও করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা।

রোববার (১১ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ডিপিই কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সম্প্রতি অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন পরীক্ষা শুরুর আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়ে গেছে। এতে যোগ্য প্রার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন প্রস্তুতি নিয়েও প্রকৃত মেধাবীরা পিছিয়ে পড়ছেন।

তাদের দাবি, প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিতর্কিত পরীক্ষাটি বাতিল করে নতুন করে সুষ্ঠু ও নিরপেক্ষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়ারও দাবি জানানো হয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এ সময় ডিপিই কার্যালয়ের সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে আছে। এ সময় যান চলাচলে কিছুটা ব্যাহত হয়।

গত শুক্রবার (৯ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী অংশ নেন

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]