01/12/2026 জামায়াত আমিরের সঙ্গে নাহিদের সাক্ষাৎ
রাজ টাইমস ডেস্ক
১১ জানুয়ারী ২০২৬ ১৭:০৩
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১১ জানুয়ারি) সকালে শফিকুর রহমানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন সমোঝতা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। টানা কয়েক দিন ধরে আলোচনা ও দরকষাকষির পর গতকাল শনিবার রাতে অনেকটা সিদ্ধান্তে পৌঁছায় দলগুলো। শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ রোববার বিকালে অথবা সোমবারের মধ্যেই ঘোষণা করা হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা মেইলকে বলেন, আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। আজ অথবা আগামীকাল ঘোষণা করা হবে। ঘোষণার প্রস্তুতি চলছে।