29637

01/14/2026 ধামইরহাটে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোআ মাহফিল

ধামইরহাটে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোআ মাহফিল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৩ জানুয়ারী ২০২৬ ২০:০২

নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে হরিতকী ডাঙা বাজারে একটি চাতালে ধামইরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মুছা।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক রাজু হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম গোল্ডেন। দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]