2965

05/04/2025 ফেব্রুয়ারীতে আংশিক ক্লাস কার্যক্রম শুরু

ফেব্রুয়ারীতে আংশিক ক্লাস কার্যক্রম শুরু

রাজটাইমস ডেস্ক

১৮ জানুয়ারী ২০২১ ০২:৩৪

দেশে বিদ্যমান মহামারী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ ক্লাস সমূহ আগামী মাস থেকে চালু হতে পারে। তবে শুরুতে সব প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আংশিক উপস্থিতিতে ক্লাস নেয়া হবে।  

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ফেব্রুয়ারিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্র জানা যায়, ফেব্রুয়ারি থেকে সব শিক্ষার্থীর ক্লাস শুরু হবে না। এ ক্ষেত্রে চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ করতে ক্লাস শুরু করা হবে। ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।

উল্লেখ্য, মহামারী প্রাদুর্ভাবে স্কুল-কলেজের চলমান ছুটি ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ায় সরকার।তবে কওমি মাদরাসা এ ছুটির আওতামুক্ত রয়েছে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]