29652

01/15/2026 রাবিতে ভর্তি পরীক্ষা আগামীকাল

রাবিতে ভর্তি পরীক্ষা আগামীকাল

রাবি প্রতিনিধি:

১৫ জানুয়ারী ২০২৬ ১৭:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় তিন হাজার ৯৯৭টি আসনের বিপরীতে মোট দুই লাখ ৭২ হাজার ৬২৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৬৮ জন ভর্তিচ্ছু।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৬ জানুয়ারি, মানবিক শাখাভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা ১৭ জানুয়ারি এবং বাণিজ্য শাখাভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ‘সি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে অনুষ্ঠিত হবে। তবে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হবে।

আঞ্চলিক কেন্দ্র ও পরীক্ষার্থী সংখ্যা

ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে এবার রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল—এই পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

রাজশাহী কেন্দ্র : ৬৮ হাজার ৪৯০ জন।

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র : এক লাখ ১৯ হাজার ১৯ জন। রংপুর (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) : ৩৮ হাজার ২৫৭ জন। খুলনা অঞ্চল : ২৩ হাজার ৯০৯ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র : ১৭ হাজার ৬৪৬ জন। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র : পাঁচ হাজার ৩০৫ জন।

প্রস্তুতি ও নিরাপত্তা

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইসিটি সেন্টার, প্রক্টর দপ্তর এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd) থেকে জানা যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]