29675

01/20/2026 শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারী ২০২৬ ১৮:১৯

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবির। এসময় নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনের আগেই শাকসু নির্বাচনের দাবি জানান।  আজ মঙ্গলবার দুপুরে রাবি প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘জুলাই আন্দোলনের সময় হাসিনাকে দেওয়া ৯ দফার অন্যতম একটি দফা ছিল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু। হাসিনা পালিয়েছে, তবে ছাত্রদল ও বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। রাকসুর সময়ও তারা একের পর এক চারবার নির্বাচন স্থগিত করেছিল।’ মুজাহিদ বলেন, ‘আজ শাকসু নির্বাচনের কথা ছিল, তবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মী টোকাই বাহিনী ও সন্ত্রাসীদের সাহায্যে নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে নির্বাচন বানচাল করে দিয়েছে। তারেক রহমান কোর্টকে হাসিনার ন্যায় ব্যবহার করে শাকসু নির্বাচন বন্ধ করেছেন।

দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ যে ভোটাধিকার পেয়েছে তার বিরুদ্ধে কেউ অবস্থান করলে বাংলার মানুষ ও ছাত্রসমাজ আবার জেগে উঠবে।’ তিনি বলেন, ‘অনতি অবিলম্বে শাকসু নির্বাচন কার্যকর করতে হবে এবং সেটা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, যদি আবারও তারেক রহমানের ইন্টারফেয়ারের (হস্তক্ষেপ) মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়, তাহলে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবে।’

রাকসুর ভিপি ও সাবেক শিবির শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ফ্যাসিস্ট আচরণকারী একটা গোষ্ঠী, তারা ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তারা বারবার নির্বাচনের পরেও হেরে যায়। তারা ইতিমধ্যে অনেক ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত হয়েছে। জুলাই পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের চাওয়ার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় তাহলে সেটা শিক্ষার্থীরা গ্রহণ করবে না।

এটা ছাত্র সংসদ নির্বাচনই বলে দেয়।’ শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম পাটোয়ারী বলেন, ‘ছাত্রদল কয়েক দিন ধরে শাকসু নির্বাচন বানচালের জন্য আন্দোলন করছে। আবার হাইকোর্টের আইনজীবীরাও রিটকারীর পক্ষে কাজ করে শাকসু স্থগিত করেছে। সর্বোপরি বলতে পারি, একটা কমপ্লিট প্যাকেজ মিলিতভাবে কাজ করেছে শাকসু নির্বাচন বানচালের জন্য।’ মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিভিন্ন হল সংসদের ভিপি ও হল শাখা শিবিরের সভাপতিরা বক্তব্য দেন। এ সময় শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]