29703

01/23/2026 উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না: জামায়াত আমির

উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না: জামায়াত আমির

রাজ টাইমস ডেস্ক

২৩ জানুয়ারী ২০২৬ ১৪:৪০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাছে কোনো কার্ড নেই।

আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের মধ্যে একটা কার্ড চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। এতোদিন স্লোগান দিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ।

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে তিনি এসব কথা বলেন।

দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, আমি বক্তৃতা দিতে আসিনি স্বাক্ষী হতে এসেছি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয় বরং দরিদ্র করে রাখা হয়েছে। উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না বরং কাজ তৈরি করে দিতে চাই। নদী আল্লাহর দান। চারটা নদী শুকিয়ে গিয়েছে। এদেশের কি মা বাবা ছিল না? তাহলে নদী মরে গেল কেন বলেও প্রশ্ন করেন জামায়াত আমির।

তিনি বলেন, ওরা নির্বাচনের কোকিল। নির্বাচন আসলে ডেকে উঠে কুহু কুহু। কিন্তু আমরা আপনাদের সাথেই ছিলাম। আমরা দেশ এবং দেশের জনগণকে রেখে কোথাও চলে যাইনি। আমরা শত নির্যাতনের মধ্যেও আপনাদের সাথে ছিলাম। আগামীতেও একসাথে দেশ গড়ব ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, উত্তরবঙ্গেকে নতুন করে গড়ে তুলব। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশা আল্লাহ। আপনারা বলবেন টাকা পাব কোথায়? দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়। আমরা এই টাকা ওদের গলার মধ্যে থেকে নিয়ে আসব ইনশা আল্লাহ।

যদি আপনারা আমাদের সুযোগ দেন, তাহলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার টাকা পাচার রুখে দেব। নতুন কোন দুর্বৃত্ত নতুন কোনো কাপড় পড়ে আসতে না পারে তুমি আল্লাহ তাদেরকে রুখে দাও। ১২ তারিখ সত্যের বিজয় তুমি আল্লাহ দান কর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]