29720

01/27/2026 ১৮ জেলায় গেল ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট

১৮ জেলায় গেল ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট

রাজ টাইমস ডেস্ক

২৭ জানুয়ারী ২০২৬ ১৫:৩৪

দেশের ১৮ জেলায় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট প্রেরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ইসি পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ইসি জানায়, বিডি পোস্টের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ভোটের কাজে নিয়োজিত ভোটারদের জন্য ১৮ জেলায় ১০৬ টি ব্যাগে ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে।

এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। সবমিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন নির্বাচনের প্রচার-প্রচারণা চলছে, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত প্রচার চালতে পারবেন প্রার্থীরা।

আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]