29721

01/27/2026 পাটওয়ারীর প্রচারণায় হামলায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

পাটওয়ারীর প্রচারণায় হামলায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ

রাজ টাইমস ডেস্ক

২৭ জানুয়ারী ২০২৬ ১৫:৩৭

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলটির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এবি পার্টি বলেছে, আজ দুপুর আনুমানিক ১২ ঘটিকায় হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণাকালে ছাত্রদলের একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায় এবং একাধিক পঁচা ডিম ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ ন্যাক্কারজনক ঘটনা গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র।

এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বিরোধী প্রার্থীদের ভয়ভীতি ও হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা নতুন নয়। কিন্তু জনগণ এসব সন্ত্রাসী কৌশল প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের পথ কখনো সন্ত্রাস দিয়ে রুদ্ধ করা যায় না।

নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সংশ্লিষ্ট প্রশাসন কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

এবি পার্টি দৃঢ়ভাবে ঘোষণা করে, সকল বাধা ও সন্ত্রাস উপেক্ষা করে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]