29723

01/27/2026 দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে: ডা. জাহাঙ্গীর

দাঁড়িপাল্লায় ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে: ডা. জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারী ২০২৬ ১৬:৪৯

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিতে রাজশাহীবাসি মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. মো: জাহাঙ্গীর।নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছেন দাড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী। এরই অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) সকালে নগরীর কামাল খাঁ মোড় এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। এসময় তিনি গণমাধ্যমে এসব কথা বলেন।

এরপর গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টার দিকে নগরীর আপেল ডেকোরেটরের মোড় পথসভা ও গণসংযোগ করেন অধ্যাপক ডা. মো: জাহাঙ্গীর। পথসভায় তিনি বলেন, জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি দাবি করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন থাকলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

গণসংযোগকালে তিনি আরো বলেন, জনগণের দোরগোড়ায় গিয়ে কথা বলা ও তাদের সমস্যা শোনা গণতান্ত্রিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বলেন, নগরীর সব শ্রেণি-পেশার মানুষ আজ দাড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সাধারণ জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা একটি সৎ, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রত্যাশা করছেন।

গণসংযোগ চলাকালে বিভিন্ন ওয়ার্ডে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেক প্রবীণ ব্যক্তি প্রার্থীকে কাছে পেয়ে দোয়া করেন এবং সমর্থনের আশ্বাস দেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তারা তাদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার ড্রেনেজ ব্যাবস্থার বেহাল অবস্থার কথা উল্লেখ করে তারা অভিযোগ করেন, বহু রাস্তা সংস্কারের নামে অবহেলা ও দুর্নীতির শিকার হয়েছে। ফলে বর্ষাকালে চলাচলে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয় বলে জানান তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]