29729

01/29/2026 বগুড়ায় সংঘর্ষ থামাতে এসে অভিযানে মিলল দেশীয় অস্ত্রের খনি

বগুড়ায় সংঘর্ষ থামাতে এসে অভিযানে মিলল দেশীয় অস্ত্রের খনি

রাজটাইমস ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৬ ২২:৫৯

বগুড়ায় দুই এলাকার সংঘর্ষ থামাতে এসে অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রের খনি ও মাদক উদ্ধারের ঘটনা ঘটেছে।

শহরের চকসূত্রাপুরে মাদকের কারবার সংক্রান্ত ঝামেলা হলে দুই পাড়ার লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওই অভিযানে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রের খনি ও মাদক উদ্ধার করে। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শিলা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, শহরের চকসূত্রাপুরের কসাইপাড়া ও পাশের এক পাড়ার মধ্যে অবাধে মাদক কারবার চলে আসছিল। তাদের মধ্যে মাদক কারবার সংক্রান্ত মতবিরোধ শুরু হয়। এতে করে উভয় পাড়ার লোকজন উত্তপ্ত বাক্য বিনিময়সহ সশস্ত্র সংঘর্ষ শুরু করে। ঘটনার পরই জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালায়।

স্থানীয় কুখ্যাত মাদক কারবারি হজরত আলীর বসত বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও বিভিন্ন পদের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এসময় হজরতের স্ত্রী শিলা আক্তারের কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ৷ এছাড়াও ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রামদা, চাপাতি, সামুরাই ও চাইনিজ কুড়ালসহ ৯ টি দেশীয় অস্ত্র, ১১ টি বার্মিজ চাকু, ৮০ পিস নেশাদ্রব্য সিডিল উদ্ধার করা হয়৷ এছাড়াও মাদক বিক্রির নগদ টাকা, মোবাইল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আমার দেশকে জানান, একটি পক্ষ স্থানীয় পরিবেশ অস্থিতিশীল করার জন্য অস্ত্র মজুত অরেছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]