29730

01/29/2026 বগুড়ায় বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

বগুড়ায় বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

রাজটাইমস ডেস্ক

২৮ জানুয়ারী ২০২৬ ২৩:০০

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার ও গত রোববার কাহালু উপজেলার দুটি ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন।

বুধবার সকালে কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আব্দুস সালামসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

এ সময় জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ তাদের ফুল দিয়ে বরণ করেন।

এদিকে গত ২৫ জানুয়ারি কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি ফিরোজ তালুকদার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মো. ঈসরাফিল মুহুরিসহ অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

বিএনপির নেতাকর্মীদের জামায়াতে স্বাগত জানিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, আগামী দিনে ধর্ম-বর্ণ নির্বিশেষে কাহালু-নন্দীগ্রামের সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক কাহালু-নন্দীগ্রাম গড়ে তোলা হবে; যা হবে বাংলাদেশের মডেল উপজেলা। জামায়াতে ইসলামী বিজয়ী হলে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত উপজেলা উপহার দেওয়া হবে।

অনুষ্ঠানে ছাত্রশিবিরের জেলা সভাপতি সাইয়্যেদ কুতুব সাব্বির, উপজেলা আমির শাহিদ খান, সেক্রেটারি শহিদুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]