29733

01/29/2026 রাজশাহীর জনসভায় তারেক রহমান

রাজশাহীর জনসভায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারী ২০২৬ ১৫:১৩

হযরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করে রাজশাহীর জনসভা  মঞ্চেে উঠেছেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভা মঞ্চে ১টা ৫৫ মিনিটে আসন গ্রহণ করেন। দলের প্রধান হিসেবে এটিই তারেক রহমানের প্রথম রাজশাহী সফর। এর আগে ২০০৪ সালে তিনি রাজশাহী এসেছিলেন।

বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার ভেতর দিয়ে তাকে আমচত্ত্বর-সিটিহাট-তেরোখাদিয়া-লক্ষ্মীপুর-সিএন্ডবি-সার্কিট হাউস হয়ে মাদ্রাসা ময়দানের সামনে দিয়ে হজরত শাহমখদুমের (র.) মাজারে নিয়ে যাওয়া হয়। মাজার জিয়ারতের পর দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে তিনি মাদ্রাসা মাঠে জনসভাস্থলে যান। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগর ছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]