2975

08/02/2025 বিভাগে করোনায় প্রাণ গেল আরো একজনের

বিভাগে করোনায় প্রাণ গেল আরো একজনের

রাজটাইমস ডেস্ক

১৯ জানুয়ারী ২০২১ ০১:৩৪

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ব্যক্তিটি বিভাগের বগুড়া জেলার।

সোমবার (১৮ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের নিয়মিত প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে আরো জানানো হয়, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে ৩৮১ জনের মৃত্যু হলো।

এর মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ ২৩৬ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে।

এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৬ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে ১০ জন, সিরাজগঞ্জে ১৭ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় বিভাগজুড়ে নতুন ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে সুস্থ হয়েছেন ৪৯ জন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯১৫ জন। এদের মধ্যে ২৩ হাজার ৬২ জন সুস্থ হয়েছেন।বিভাগজুড়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯১৫ জন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]