02/01/2026 ধামইরহাটে বিএনপির নির্বাচনী লিফলেট বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
৩১ জানুয়ারী ২০২৬ ২০:৫২
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁ ধামইরহাটে বিএনপির নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম বস্তাবড় এলাকায় নওগাঁ দুই (ধামইরহাট–পত্নীতলা) আসনের বিএনপি সমর্থিত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক তিন বারের সংসদ সদস্য শামসুজ্জোহা খান এর পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম,উমার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম প্রমুখ।
এ সময় তারা অত্র এলাকার বাসিন্দা ও বীরগ্রাম চারমাথা বাজারের দোকানীসহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য জনসাধারণকে আহবান জানান।