3017

05/04/2025 নিজের নামে পদ্মাসেতু নামকরণে প্রধানমন্ত্রী ‘না’

নিজের নামে পদ্মাসেতু নামকরণে প্রধানমন্ত্রী ‘না’

রাজটাইমস ডেস্ক

২১ জানুয়ারী ২০২১ ২২:০৩

নানা কাঠখড়ি পেরিয়ে দৃশ্যমান হওয়া দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে। সরকার দলীয় দুজন সংসদ সদস্য বৃহস্পতিবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবে রাজি হননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে এই প্রস্তাবটি প্রথম তুলে ধরেন গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। তিনি বলেন, পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু হওয়াই উচিত। এছাড়া আর কিছু হতে পারে না। 

কিন্তু প্রধানমন্ত্রী এই প্রস্তাবে অসম্মতি প্রকাশ করে নাকচ করে দেন। প্রথমে তিনি হাত নেড়ে এবং পরে মাথা নেড়ে ‘না’ ‘না’ করেন।  সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে সেই দৃশ্য দেখা যায়।  

সংসদে অধিবেশনে আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য পংকজ দেবনাথও প্রধানমন্ত্রীর নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব দেন।
 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]