3030

10/28/2025 রামেক হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

রামেক হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরি

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারী ২০২১ ২১:৫৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সী নবজাতক বাচ্চা চুরি হয়ে গেছে। শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে কন্যা শিশুটি চুরির ঘটনা ঘটে।

গত তিন দিন আগে কমলি রবিদাস সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এক কন্যা শিশুর জন্ম দেন। শুক্রবার সকালে শিশুর মা শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে কমলি তার সন্তান পাচ্ছেন না। ধারনা করা হচ্ছে ওই সময় বাচ্চাটি চুরি হয়। এর আগে সন্তান জন্মদানের পর থেকে কমলি’র এক অজ্ঞাত তরুণী ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শিশুটি চুরি হবার পর থেকে অজ্ঞাত ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানায়।

নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলি রবিদাস গোপাল দাসের স্ত্রী।  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]