3072

04/30/2025 ইসরাইলে প্রাচীনতম মসজিদের সন্ধান

ইসরাইলে প্রাচীনতম মসজিদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারী ২০২১ ০০:৩৩

প্রাচীনতম এক মসজিদের সন্ধান মেলেছে ইসরাইলি প্রত্নতাত্ত্বিকরদের কাছে। তারা গালীল সাগরের তীরে এই মসজিদের নির্দশনটি সনাক্ত করেন।

আরব নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাইজেন্টাইন যুগের একটি ভবনের সঙ্গে প্রাচীন ওই মসজিদের অংশবিশেষ পাওয়া যায়।

ধারনা করা হচ্ছে, সপ্তম শতাব্দীতে সিরিয়ার অঞ্চলগুলো জয় করেছে এমন কোনো সাহাবি ৬৩৫ সালে মসজিদটি নির্মাণ করেছিলেন।

গত সপ্তাহে উত্তর একটি একাডেমিক সম্মেলনে এ মসজিদ আবিষ্কারের ঘোষণা দেয় ইসরাইলি প্রত্নতাত্ত্বিকদের একটি দল। উত্তর ইসরাইলি শহর টিবেরিয়াসের উপকণ্ঠে মসজিদটির খোঁজ পান তারা। 

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের কাতিয়া সিট্রিন সিলভারম্যানের নেতৃত্বে একটি দল ১১ বছর ধরে ওই জায়গাটিতে অনুসন্ধান চালিয়েছে।

১৯৫০ সালে জায়গাটিতে প্রথম একটি পিলার আবিষ্কার করা হয়েছিল, যেটিকে বাইজেন্টাইন আমলের একটি বাজার হিসেবে চিহ্নিত করা হয়।

এর পরে সেখানে ইসলামী মুদ্রা এবং মৃৎশিল্পের কিছু টুকরোও আবিষ্কার করা হয়েছিল।

শুরুর দিকে প্রত্নতাত্ত্বিকরা অষ্টম শতাব্দীর মসজিদ হিসেবে এ ধ্বংসাবশেষ চিহ্নিত করেছিলেন, তবে আরও খননকাজের পরে জানা যায় যে, এটির কাঠামো আরও প্রাচীন।
 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]