3087

04/30/2025 দল থেকে বহিষ্কৃত হলেন নেপাল প্রধানমন্ত্রী

দল থেকে বহিষ্কৃত হলেন নেপাল প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারী ২০২১ ২২:১৫

নিজের রাজনৈতিক দল থেকেই বহিষ্কার হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার জেরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই রোববার ওলিকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।  

তার বিরুদ্ধে দলের এই সিদ্ধান্তের কথা জানান দলীয় মুখপাত্র নারায়ণ কাজি শ্রেষ্ঠা। খবর হিন্দুস্তান টাইমসের।  

প্রধানমন্ত্রী ওলি সাবেক মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে গড়া জোটের নেতৃত্ব দিয়ে ২০১৭ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক জয় পেয়েছিলেন।

কিন্তু নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে অন্তরঙ্গ একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। ক্ষমতায় আরোহণের পূর্বে শর্ত অনুযায়ী শাসনকালের পাঁচ বছরের মেয়াদ নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন ওলি এবং বিপ্লবী নেতাপুষ্প কুমার দহল ‘প্রচণ্ড’। 

  • পরবর্তীতে শর্ত লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ে প্রচণ্ডের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করেন ওলি। এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম মতবিরোধ দেখা দেয়। 
     
  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]