3107

09/19/2025 বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ১৩

বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ১৩

রাজটাইমস ডেস্ক

২৬ জানুয়ারী ২০২১ ২২:০৬

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, সোমবার বিভাগের রাজশাহীতে তিনজন, বগুড়ায় ছয়জন এবং সিরাজগঞ্জে তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগে ২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ২২ জনেরই বাড়ি বগুড়া।

গত ২৪ ঘন্টায় বিভাগের রাজশাহীতে একজন এবং জয়পুরহাটের দুইজন সুস্থ হয়েছেন। সোমবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৮৭ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ পাওয়া তথ্য মতে, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১৫২ জন। এদের মধ্যে ২৩ হাজার ৪০৭ জন সুস্থ হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৩৯ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]