3260

04/29/2025 টেস্টে রানের জুটিতে সফল সাকিব-মুশফিক

টেস্টে রানের জুটিতে সফল সাকিব-মুশফিক

রাজটাইমস ডেস্ক

৪ ফেব্রুয়ারি ২০২১ ০১:২২

টেস্ট ক্রিকেটের আভিজাত ফরম্যাটে দেশের সফল জুটি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই দুই তারকা ব্যাটসম্যান সাদা পোশাকের ক্রিকেটে পার্টনারশিপে দেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন।

মুশফিক-সাকিব টেস্টের ৫৯ ইনিংসে সবচেয়ে বেশি ২ হাজার ৫১৩ রান সংগ্রহ করেছেন। এ তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন তামিম ইকবাল-মুমিনুল হক জুটি। তারা ৫৮ ইনিংসে অংশ নিয়ে সংগ্রহ করেন ২ হাজার ৪৩৩ রান। মুশফিক-সাকিব থেকে মাত্র ২১ রান দূরে তামিম-মুমিনুলরা।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচকের দায়িত্বে থাকা হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম টেস্ট ক্রিকেটে দেশের হয়ে ৩২ ইনিংসে জুটি গড়ে তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৩২১ রান সংগ্রহ করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট জুটিতে রান সংগ্রহে সবচেয়ে সফল ব্যাটসম্যান ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়। তারা ১৪৩ ইনিংসে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ৬ হাজার ৯২০ রান করেছেন।

৬ হাজার ৫৫৪ রান করে দ্বিতীয় পজিশন রয়েছেন শ্রীলংকার দুই কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]