04/29/2025 আত্মহত্যা করল ভারতের আরেক অভিনেতা
রাজটাইমস ডেস্ক
১ আগস্ট ২০২০ ০১:৩৮
পুরো ভারতকে কাঁপিয়ে দিল সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। শো-বিজ অঙ্গনে নেমে এসেছিল শোকের ছায়া। সেই ক্ষতের দাগ না শুকাতেই হয়ে গেল আরেকটি ক্ষত।
এবার আত্মহত্যা করলেন ভারতের আরেক অভিনেতা আশুতোষ বাকরে। নিজের ৩২ বয়সে জীবনের কাছে হেরে গেলেন তিনি। খবর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের।
প্রাথমিকভাবে আত্মহত্যার পেছনে তেমন কোন কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে অবসাদগ্রস্ততায় এই পথটি বেছে নিয়েছেন তিনি।
মুম্বাইয়ের নানদেড় নামক এলাকায় অবস্থিত নিজ বাড়িতেই বুধবার আশুতোষ আত্মহত্যা করেন বলে জানা গেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা অনন্ত নারুথে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।
তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ী করে যান নি।
বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন আশুতোষ। এই কারণেই আত্মহত্যা করেছেন বলে পুলিশ পারিবারিক সূত্রে জানতে পেরেছে।
এ ঘটনায় শো-বিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
এসএইচ