329

04/29/2025 হন্তারক করোনায় ২৪ ঘন্টায় প্রাণহানি আরো ২১ জনের

হন্তারক করোনায় ২৪ ঘন্টায় প্রাণহানি আরো ২১ জনের

রাজটাইমস ডেস্ক

১ আগস্ট ২০২০ ২২:০৮

দেশে থামছেই না মৃত্যুর মিছিল। কমছেই না করোনাভাইরাসের প্রাদুর্ভাব। প্রাণঘাতী এই ভাইরাসে নাজুক পরিস্থিতি বিরাজ করছে সারা দেশে।

দেশে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে প্রাণ হারিয়েছে আর ও ২১ জন। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত তিন হাজার ১৩২ জন।

একইদিনে, এই ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে দুই হাজার ১৯৯ জনের শরীরে।ফলে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জনে।

অন্যদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৬ হাজার ২৫৩ জনে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার (০১ আগস্ট) দুপুরে অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান।

সুরক্ষিত থাকতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও আহবান জানান তিনি।  

এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]