333

04/29/2025 নগরীতে কলেজ শিক্ষকের মৃত্যু

নগরীতে কলেজ শিক্ষকের মৃত্যু

রাজটাইমস ডেস্ক

২ আগস্ট ২০২০ ১৯:৪৭

দেশে করোনাভাইরাস সংক্রমন বিস্তার লাভের পর শনাক্ত ছাড়াই মারা গেছেন অনেক মানুষ। মৃতদের মাঝে ছিল ভাইরাসটি সংক্রমনের সবকটি উপসর্গ। বিশেষজ্ঞদের মতে এমন ক্ষেত্রে তা করোনা সংক্রমনে মৃত্যু হিসবেই গণ্য করা হবে।

ভাইরাসটির উপসর্গ নিয়েই এবার মৃত্যুবরণ করেছেন রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাবীর আহমাদ (৫০)।

অসুস্থ কাবীর আহমাদকে গত ২৮ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে তিনি শনিবার (০১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হলে ও তার আগেই তিনি মৃত্যুবরণ করেন বলে জানান রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস

১৮ তম বিসিএসের ক্যাডার কাবীর আহমাদ নগরীর মহিষবাথান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশা।

প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে তার শিক্ষাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এসএইচ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]