3395

05/04/2024 নয় মাস পর করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু

নয় মাস পর করোনায় দেশে সর্বনিম্ন মৃত্যু

রাজটাইমস ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২১ ০১:১৮

নয় মাস পর দেশে করোনাভাইরাসে সর্বনিম্ন মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৪০৪ জন।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

এর আগে সর্বশেষ করোনায় সবচেয়ে কম মৃত্যু হয়েছিল গত বছরের ৬ মে। সেদিন ৩ জন প্রাণ হারিয়েছিলেন। আর গত ২৯ জানুয়ারি ৭ জনের মৃত্যুর হয়েছিল।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনকে নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট ৮ হাজার ২৫৩ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ৪০৪ জন নিয়ে এ পর্যন্ত মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনামুক্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 

সূত্র: যুগান্তর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]