341

04/29/2025 বহিরাগতদের হামলার শিকার ঢাবির প্রক্টরিয়াল টিম

বহিরাগতদের হামলার শিকার ঢাবির প্রক্টরিয়াল টিম

রাজটাইমস ডেস্ক

৩ আগস্ট ২০২০ ০১:৪৬

দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপর হামলা চালিয়েছে কতিপয় বহিরাগতরা।

ঈদের দিন সন্ধ্যায় কথা-কাটাকাটির জের ধরে ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছে ক্যাম্পাসের গোয়েন্দা সূত্র।

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, চেয়ারে বসাকে
কেন্দ্র করে বাক-বিতন্ডার সৃষ্টি হলে এই ঘটনা ঘটে। প্রক্টরিয়াল টিমের সদস্যদের ওপর হামলাকারী ওই ব্যক্তিরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর (ঢাকা মহানগর দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ড) আসাদুজ্জামান আসাদের অনুসারী বলে ও জানা যায়।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে এসে প্রক্টরিয়াল টিমের চারজন সদস্যের ওপর হামলা চালিয়েছে৷ এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, শাহবাগ থানায় আমরা একটি অভিযোগ দায়ের করেছি।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]