3423

05/19/2024 ঢাকা টেস্ট: ১৫৪ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের

ঢাকা টেস্ট: ১৫৪ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের

রাজটাইমস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২১ ০২:০২

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৪ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৪০৯ রান। জবাবে বাংলাদেশ করে ২৯৬ রান। শনিবার তৃতীয় দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৪১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের বাকি দুই দিন।

দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে ১১ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিনার নাঈম হাসান। ১৩ বলে ৬ রান করা ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে লিটনের হাতে ক্যাচ বানান তিনি।

এরপর মেহেদী হাসান মিরাজের আঘাত। দলীয় ২০ রানে উইন্ডিজের দ্বিতীয় উইকেটের পতন। মিরাজের বলে মিঠুনের হাতে ক্যাচ দেন ওয়ান ডাউনে নামা শেন মোজলি। ২০ বলে সাত রান করেন মোজলি। এই উইকেট প্রাপ্তির মাধ্যমে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মিরাজ।

দিনের শেষ আঘাতটা হানেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ৩৯ রানে ওপেনার জন ক্যাম্পবেলকে বোল্ড করেন তিনি। ৪৮ বলে ১৮ করেন ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজ দিনের শেষ বেলায় খেলতে পারে ২১ ওভার। ক্রিজে অপরাজিত আছেন বনার (৮) ও ওয়ারিক্যান (২)।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয় ২৯৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন লিটন দাস। ৫৭ রান করেন মিরাজ। ৫৪ রান আসে মুশফিকের ব্যাটে। তামিম ইকবাল করেন ৪৪ রান। বল হাতে টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাচ উইকেট শিকার করেন ওয়েস্ট ইন্ডিজের কর্নওয়াল।

 

সূত্র: যুগান্তর

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]