3430

07/22/2025 টিকা নিলেন সেনাপ্রধান

টিকা নিলেন সেনাপ্রধান

রাজটাইমস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:৩৫

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই টিকা নিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি রোববার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এই টিকা নেন।

সেনা প্রধানের টিকা নেয়ার বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। টিকা নেওয়া শেষে সেনাবাহিনী প্রধান সবাইকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে নির্দেশ দেন।

এই সময় তিনি দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান।

প্রসঙ্গত, সারাদেশ জুড়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিকে টিকা প্রদান করা হয়।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]