3451

05/19/2024 এভাবে আর চলতে দেয়া যায় না : পাপন

এভাবে আর চলতে দেয়া যায় না : পাপন

রাজটাইমস ডেক্স

১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৮

ফেবারিট থেকেও দুই টেস্টে হার। ঘরের মাটিতে টাইগারদের এমন পারফরম্যান্স উসকে দিচ্ছে তীক্ষ্ণ সমালোচনা। টেস্ট খেলাটা কবে ভালো করে খেলতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সবার।

রোববার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ১৭ রানে। কপালে জুটেছে ধবলধোলাইয়ের লজ্জা। কেন এই হার। কথা চলছে বেশ। ম্যাচ শেষে মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে তিনি অনেক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পেসার কমিয়ে কেন স্পিনার বেশি। বোধগম্য না পাপনের কাছেও। তিনি বলেন, ‘একটা জিনিসি হঠাৎ করে দেখছি আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম কারণ আমাদের পেস ভালো ছিল না। আমাদের পেস বোলার ছিল না এবং গত তিনটা বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কিভাবে পেস বান্ধব উইকেট বানানো যায়। খুব বেশি উন্নতি করেছি তা না তবে আমরা অনেক উন্নতি করেছি ঘরোয়া ক্রিকেটে।’

‘ঘরোয়া ক্রিকেটে বা যে টুর্নামেন্টগুলা করলাম আমাদের পেসাররা ভালো বল করেছে। আমাদের এখন অনেকগুলা পেসার রয়েছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ৫ জনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা অলরাউন্ডার নেয়ার জায়গা বন্ধ করে দিয়ে ৫ জন পেসার নিলাম কিন্তু খেলাচ্ছি না। তাহলে নেই কেন আমরা। সো আপনি যদি দল নির্বাচন বলেন আমার এটা বলার কিছু নাই।’

টেস্টে কীভাবে ব্যাটিং করতে হবে ব্যাটসম্যানদের। টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিশ বছর পর তা কিভাবে শেখাতে হবে ব্যাটসম্যানদের, জানা নেই পাপনের। তিনি বলেন, ‘একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে তো এখন বলে দিতে হবে না কীভাবে টেস্টে ব্যাটিং করতে হবে। এগুলো তো বলে দেয়ার কথা না।’

সমাধান কিসে? পাপন বার্তা দিলেন নতুন করে। হয়তো ঢেলে সাজানো হবে সব। তিনি বলেন, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এইভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের পরে বেশি কিছু বলতে চাই নাই। কিন্তু আজকে আপনাদেরকে আমি বললাম হয় এটা পরিবর্তন করতে হবে অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক...।’

দলের নির্দিষ্ট পরিকল্পনা প্রসঙ্গে পাপন বলেন, ‘কি চলছে আসলে। এখন আমি যে জিজ্ঞেস করব আকরামকে সেও জানে না কিছু। আমি জিজ্ঞেস করলাম কালকে কি পরিকল্পনা হলো আজকে কিভাবে ব্যাটিং করব আমরা। কেউ জানে না, নির্বাচকদের বললাম, বলে জানি না। কারণ আমরা তো ওইখানে যেতে পারছি না। এই হলো অবস্থা। হয়েছে কি সেটা তো জানতে হবে। জানি না অনেক কিছু, জানার পরেই আপনারকে জানাব।’

দলে পেসার আছে। কিন্তু খেলানো হচ্ছে না। পাপন এ প্রসঙ্গে বলেন, ‘হাতে গোনা কয়টা স্পিনার আছে আমাদের। সাকিবকে আপনি বাদ দেন। এ ছাড়া স্পিনার কয়টা। দুই তিন জন কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে। কিন্তু খেলানো তো হয় না। এমনেও তো পাচটা পেসার আছে। কেন খেলছে না?

চিটাগংয়ে খেলার কথা ছিল খেলে নাই। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলে নাই কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে আর আমরা কেউ নাই তো আর। (জবাবদীহি) চাইবো সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইবো।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]