04/29/2025 রাবিতে সান্ধ্যকালীন এলএলএমের ভর্তি আবেদন শুরু ১৭ ফেব্রুয়ারি
রাজটাইমস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১ ০১:৩৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ পরিচালিত সান্ধ্যকালীন এলএলএম কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ১৭ ফেব্রুয়ারী থেকে। আবেদন গ্রহণ চলবে ১৮ মার্চ পর্যন্ত।
বাংলাদেশের অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় (সরকারি/বেসরকারি) থেকে এলএলবি (পাশ)/এলএলবি (সম্মান) পাস ছাত্র-ছাত্রীরা সান্ধ্যকালীন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
১৭ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
ভর্তি পরীক্ষা/সাক্ষাৎকার ২০ মার্চ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে। তবে মহামারী পরিস্থিতি বিবেচনায় অনলাইনে ও হতে পারে।
ক্লাস শুরু হবে আগামী ৩ এপ্রিল।
আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভাগে ওয়েসাইট (http://www.ru.ac.bd/law/) থেকে জানা যাবে।
এছাড়া নিম্নোক্ত ফোন নাম্বারসমূহে ভর্তি সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করা যাবে। ০৭২১-৭১১৩০০, ০১৭১৮৬২৫৮২৭