04/29/2025 বিটকয়েনের মূল্য ৫০হাজার ডলার অতিক্রম
আহসানুল আবীদ
১৮ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৫
ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে ৫০হাজার ডলারে পৌঁছিয়েছে। এটি ইতিহাসে সর্বোচ্চ দাম। শেষ ২৪ ঘণ্টায় আন্তজার্তিক মুদ্রা বাজারে এর দাম বৃদ্ধি পেয়েছে ৩ শতাংশের বেশী।
গত ৮ ফেব্রুয়ারী ইলেক্ট্রিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার সিইও এলন মাস্ক তার এক টুইট বার্তায় ১.৫ বিলিয়ন বিটকয়েন ক্রয়ের কথা ঘোষণা দেন। তার ঘোষণার পর পেপাল ও মাস্টারকার্ডের মত অন্যান্য বড় বড় প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলো বিটকয়েনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এ সক্রান্ত খবর প্রকাশ পাবার পড় গত ৭ দিনে বিটকয়েন তার পূর্বের সকল রেকর্ড অতিক্রম করে তার দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৭ হাজার এ দাঁড়ায়।
ব্লুমবার্গ ও সিএনবিসি পত্রিকার বিশ্লেষণ মতে ২০২২ সাল নাগাদ প্রতি কয়েনের মূল্য ১লাখ ডলার অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এনএস