04/29/2025 মুজিববর্ষ উপলক্ষে রাবির আইন বিভাগে রচনা প্রতিযোগিতা
রাজটাইমস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৩৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অনলাইন ভিত্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ।
প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের 'স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু' শীর্ষক রচনা আগামী ১২ মার্চের মধ্যে [email protected] তে পাঠাতে হবে।
ক্যাম্পাস খোলার পর প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হবে।
আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান জানান, স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন।