3594

04/29/2025 রাবিতে সকল পরীক্ষা স্থগিত

রাবিতে সকল পরীক্ষা স্থগিত

রাজটাইমস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২১ ০৩:৩৭

অনির্দিষ্ট কালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড.আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জনসংযোগ দফতর থেকে জানানো হয়, সারা দেশের করোনা পরিস্থির কথা বিবেচনা করে সরকার আগামী ২৪মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সকল প্রকার পরীক্ষা স্থগিত করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল প্রকার পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছেন উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান।

আরো জানানো হয়, মাননীয় উপাচার্য প্রফেসর এম আবদুস সোবহান কর্তৃক আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা বন্ধ থাকবে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]