3604

05/07/2025 পেছাতে পারে ৪৩ এর বিসিএস বাকিগুলো পুর্নবহাল

পেছাতে পারে ৪৩ এর বিসিএস বাকিগুলো পুর্নবহাল

রাজটাইমস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০২১ ০০:২০

দেশের ৪০ ৪১ ও ৪২তম বিসিএসের চলমান পরীক্ষা আপাতত পেছানোর কোন সম্ভাবনা নাই বলে জানিয়েছে পিএসসি। তবে পেছানো হতে পারে ৪৩ তম বিসিএসের পরীক্ষা সূচি।

গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিসিএস পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় খোলার সাথে সমন্বয় করে পেছানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেছেন, ‌‘আমরা মনে করি, শিক্ষামন্ত্রী শুধু ৪৩তম বিসিএসের দিকেই ইঙ্গিত দিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান বলেন, এরপরেও অন্য বিসিএসগুলোর বিষয়েও কোনো পরামর্শ এলে কমিশনের বৈঠকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে ‘পরীক্ষা ও প্রার্থীবান্ধব’ সিদ্ধান্ত নেওয়া হবে।

‘পরীক্ষা নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ৪১ কিংবা ৪২ তম বিসিএসের পরীক্ষা অনেক আগেই হয়ে যেত। সব প্রক্রিয়া শেষে শুধু পরীক্ষা গ্রহণ বাকি আছে।

তাই এগুলো পেছানোর তেমন কোনো যুক্তি নেই। তবে বিশ্ববিদ্যালয় না খোলায় ৪৩তম বিসিএসের আবেদনের সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেটি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব,’- বলেন তিনি।

পিএসসির পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী আগামী ৬ অগাস্ট ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, যার জন্য আবেদনের সুযোগ দেওয়া আছে ৩১ মার্চ পর্যন্ত। এ ছাড়া এখন যে তিনটি পরীক্ষা চলমান রয়েছে, এর মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা।

৪১ তম বিসিএসের পর চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস বা ৪২তম বিসিএস পরীক্ষা হওয়ার কথা ২৬ ফেব্রুয়ারি।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]