3622

04/29/2025 রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচনে উপাচার্যপন্থী প্যানেলের ভরাডুবি

রাবির প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচনে উপাচার্যপন্থী প্যানেলের ভরাডুবি

রাজটাইমস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২১ ০৯:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচনে ডরাডুবি হয়েছে বর্তমান উপাচার্য এম আবদুস সোবহানপন্থী শিক্ষকদের।

২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী এই কমিটির নির্বাচনে ১৬টি সদস্য পদে জয় পেয়েছেন উপাচার্য বিরোধী প্যানেলের সদস্যরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম মজিবুর রহমান এ নির্বাচনের ফল ঘোষণা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

স্টিয়ারিং কমিটির এ নির্বাচনে মোট ৬১৯ জন সদস্য ভোট প্রদান করে। এতে উপাচার্যপন্থী প্যানেল থেকে আহ্বায়ক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান ৩২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার বিপরীতে উপাচার্যবিরোধী প্যানেল থেকে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল-ইসলাম পেয়েছেন ২৮৬ ভোট। বাকি ৯ টি ভোট বাতিল হয়েছে।

উপাচার্যবিরোধী প্যানেল থেকে লড়ে যারা নির্বাচিত হয়েছেন- ইংরেজি বিভাগের আব্দুল্লাহ-আল মামুন, সমাজকর্ম বিভাগের তানজিমা জোহরা হাবিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রদীপ কুমার পান্ডে, আইন বিভাগের আবু নাসের মো. ওয়াহিদ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সৈয়দ মুহাম্মদ আলী রেজা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এস এম এক্রাম উল্যাহ, গণিত বিভাগের আসাবুল হক, মার্কেটিং বিভাগের ওমর ফারুক সরকার, গণিত বিভাগের নাসিমা আখতার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের জাহাঙ্গীর আলম সাউদ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শহিদুল আলম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের মিজানুর রহমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শাহরিয়ার জামান, পরিসংখ্যান বিভাগের জাহানুর রহমান এবং রসায়ন বিভাগের তারিকুল হাসান।

অন্যদিকে, উপাচার্যপন্থী প্যানেল থেকে লড়ে নির্বাচিত হয়েছেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু বকর মো. ইসমাইল, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক তাজুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহমুদ হোসেন রিয়াজী এবং ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের অধ্যাপক মো. শহীদুল্লাহ।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]