3632

05/10/2024 রাজশাহী হবে তৈরি পোশাক উৎপাদনের শ্রেষ্ঠ স্থান: এমপি এনামুল

রাজশাহী হবে তৈরি পোশাক উৎপাদনের শ্রেষ্ঠ স্থান: এমপি এনামুল

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২১ ০২:৫৭

রাজশাহ-৪ আসনের সাংসদ (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, একসময় রাজশাহী হবে তৈরি পোশাক উৎপাদনের শ্রেষ্ঠ স্থান। 

এনা গ্রুপের আয়োজনে রাজশাহীতে দিনব্যাপী উৎসাহমূলক এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় সাঁকোয়াটেক্স সোয়েটার কারখানায় কর্মশালাটির আয়োজন করা হয়। গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

তিনি বলেন, সঠিক লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। লক্ষ্য ছাড়া বিজয় সম্ভব না। প্রতিটি ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়ন হলে সবার উন্নয়ন হবে। প্রতিষ্ঠান অথবা ব্যক্তির উন্নয়নে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়া সকলের দায়িত্ব। অর্থের পিছনে নয়, মানুষের কল্যাণে অংশ গ্রহণ করেছি। সকল বাধা উপেক্ষা করে রাজশাহীতে সোয়েটার কারখানা নির্মাণ করেছি। এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এটা এমনি এমনি হয়নি। এই অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এই পরিশ্রম একার পক্ষে সম্ভব না। সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানের কাজকে নিজের মনে করে করতে হবে। কোন কাজকেই অবহেলা করা যাবে না। প্রতিটি কাজের আগে সকল বিভাগের কর্মকর্তা মিলে আলোচনার মাধ্যমে সম্পন্ন করতে হবে। যারা নিজের কাজকে ফাঁকি দেয়ার চেষ্টা করে তারা কখনও সামনে এগিয়ে যেতে পারে না। বিশ্বের উন্নত দেশগুলোতে সময়ের সঠিক ব্যবহার হয়ে থাকে। সর্বপরি নিজের এবং প্রতিষ্ঠানের কাজ গুরুত্ব সহকারে করতে হবে। প্রতিষ্ঠানের সুনাম মানে নিজের এবং দেশের সুনাম।

এমপি এনামুল হক বলেছেন, আমি চ্যালেঞ্জ নিয়েই সামনে এগিয়ে চলেছি। পরিশ্রম ছাড়া কোন ভাবেই সফলতা অর্জন করা সম্ভব না। তাই প্রতিটি কাজ গ্রুপের মাধ্যমে করলে দ্রুত এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায়। কোন প্রতিষ্ঠানের মুনাফা মালিক পক্ষ একাই ভোগ করে না। প্রতিষ্ঠানের লাভ বা মুনাফার একটা অংশ সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরাও পেয়ে থাকে।

কর্মশালায় বক্তব্য দেন- সাঁকোয়াটেক্স সোয়েটার কারখানার জিএম মনিরুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম. জার্জিস কবীর, আইএসইউ এর সহযোগী অধ্যাপক, এনাগ্রুপের একাডেমিক উপদেষ্টা মাসুদুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এনাগ্রুপের আঞ্চলিক পরিচালক সারোয়ার জাহান, নর্দান পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার জামিল আক্তার খান প্রমুখ। এছাড়া সাঁকোয়াটেক্স সোয়েটার কারখানাসহ এনাগ্রুপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

 

 

এসকে

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]