10/31/2025 হাসপাতালে প্রাণ গেল রাবি শিক্ষার্থী তন্ময়ের
 
        
      রাজটাইমস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৫
-2021-02-26-17-23-19.jpg) 
      সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন-দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প, শিল্পকলার ইতিহাস বিভাগের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী তন্ময় সাহা মারা গেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জীবনের সাথে সব বন্ধন ছিন্ন করেন তিনি।
নিহত তন্ময় এর পূর্বে গত মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন,তারপর রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তন্ময় বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। তার বাড়ী সাতক্ষীরা বলে জানা গেছে।