3667

05/05/2024 ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, গুলি

ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, গুলি

রাজটাইমস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:২৫

রাজধানীতে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। এই সময় গুলি ও ছোড়ানো হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা ওসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এই ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জে অনেকেই আহত হয়েছেন বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

কর্মসূচি ঘিরে রোববার সকাল ১০টার দিক থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাব এলাকায় জড়ো হতে থাকেন। বেলা সোয়া ১১টার দিকে তারা রাস্তায় নামেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করে। নেতাকর্মীদের যাকে সামনে পায়, তাকে লাঠিপেটা করে। চলে পাল্টাপাল্টি ধাওয়া।

পুলিশ লাঠিপেটা শুরু করলে একপর্যায়ে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। তারপর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

শান্তিপূর্ণ সমাবেশ পুলিশ ব্যাঘাত ঘটিয়েছে বলে দাবি করেছেন শায়রুল কবির খান। অনেকে নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]